- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৯-৫-২০২৩, সময়ঃ রাত ০৯:১৫
অপরাধ কর্মকান্ডের মাস্টার মাইন্ড জিয়াউর রহমান জিয়াসহ সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে দিনাজপুরে সংবাদ সম্মেলন
দিনাজপুর প্রতিনিধি ►
ভুমিদস্যু সন্ত্রাসী চাঁদাবাজ মাদক সম্রাট ও অপরাধ কর্মকান্ডের মাস্টার মাইন্ড দিনাজপুর সদরের ৯নং আস্করপুর ইউপি‘র সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়াসহ তার সহযোগীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন করলেন স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ও ইউনিয়নের সচেতন নাগরিকবৃন্দ।
আজ মঙ্গলবার দিনাজপুর প্রেসক্লাব কনফারেন্স রুমে ৯ নং আস্করপুর ইউপি‘র বীরমুক্তিযোদ্ধা ও সচেতন নাগরিক বৃন্দের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সকলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন সদরের খানপুর গ্রামের মৃত:মফিজ উদ্দীন আহম্মেদ এর পুত্র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা মো: আলাউদ্দীন আহম্মেদ।
এসময় লিখিত বক্তব্যে তিনি বলেন, কোতয়ালী থানাধীন তাজপুর মৌজার ৭৫৮ নং দাগের ৩ দশমিক ৩৩ একর সম্পত্তিতে থাকা নওশনদিঘী পুকুরটি সরকারের কাছে ১৪৩০-১৪৩২ বঙ্গাব্দের ৩ বছরের জন্য লীজ নিয়ে মতসচাষাবাদ করছে নাগরপাড়া (সোনাকুড়ি) মতসজীবী সমবায় সমিতি‘র সদস্যরা। যার লীজ মানি সরকার বরাবরে পরিশোধিত রয়েছে।
এই পুকুরটি ভুমিদস্যু সন্ত্রাসী চাঁদাবাজ মাদক সম্রাট ও অপরাধ কর্মকান্ডের মাস্টার মাইন্ড ৯নং আস্করপুর ইউপি‘র সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া, জুলফিকার আলী ভুেট্টা, আনারুল ইসলাম, মোস্তাফিজুর রহমান রাজু, সাইফুল ইসলাম, মিথুন ও বাচ্চুসহ আরো ৪/৫ জন সন্ত্রাসী মিলে অবৈধভাবে জোবরদখলে অপচেষ্টায় লিপ্ত হয়েছে। এজন্য তারা গত ১৯/০৪/২৩ইং তারিখ সকালে শহরের উপশহরের ৭নং ব্লকে ওই মতসজীবী সমিতির কর্মচারী বীরমুক্তিযোদ্ধার সন্তান মো: আসাদুজ্জামানের ভাড়াটিয়া বাসায় হামলা চালিয়ে আসাদুজ্জামানকে পুকুরে লীজ জিয়াউর রহমান জিয়ার নামে লিখে দিতে বলে এবং ২ লাখ টাকা চাঁদা দাবী করে।
সাবেক চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়ার অযৌত্তিক ওই দাবীগুলো মানতে অস্বীকার করায় আসাদুজ্জামান বাবুকে নির্যাতন শুরু করে জিয়া এবং তার সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। এ সময় মুক্তিযোদ্ধার সন্তান বাবু‘র স্ত্রী রেবেকা সুলতানা প্রতিবাদ করলে তাকেও সন্ত্রাসীরা লাঞ্চিত করেছে। হামলার সময় সন্ত্রাসীরা ঘরের আসবাবপত্র ভাংচুর করে নগদ ৪০ হাজার টাকা, ২টি মোবাইল ফোন ও মুল্যবান কাগজপত্র ব্যাগ লুট করে নিয়ে যায়।
এরপর সন্ত্রাসীরা আসাদুজ্জামান বাবুকে জোরপূর্বক ঘর থেকে বের করে সাবেক চেয়ারম্যান জিয়া‘র মোটর সাইকেলে তুলে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গিয়ে মারপিট করে ১০০ টাকা মুল্যমানের ৩টি ফাঁকা নন জুডিশিয়াল ষ্ট্যাাষ্প, হলুদ ডেমি ও নীল ডেমিতে স্বাক্ষার নিয়ে ছেড়ে দিয়েছে।
এব্যাপারে বীরমুক্তিযোদ্ধা নুরুল আমিন বাদী হয়ে মামলা করেন যার মামলা নং ৭৫ জিআর নং ৩৩৬/২০২৩। মামলা দায়েরের পর জিয়া চেয়ারম্যান মোবাইল ফোনে আসাদুজ্জামান বাবুকে প্রাননাশের হুমকি দিলে তার বিরুদ্ধে গত ২/৫/২৩ইং তারিখে ১৩৭ নং জিডি রেকর্ড করা হয়েছে। এছাড়াও গত ৩/৫/২৩ ইং তারিখে ৯নং আস্করপুর ইউপি‘র সকল বীরমুক্তিযোদ্ধাদের পক্ষে জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করা হয়েছে।
এরপরে জিয়াউর রহমান জিয়া ও তার সাঙ্গোপাঙ্গোরা মুক্তিযোদ্ধাদেরকেও বিভিন্ন রকমের ভয়ভীতি ও হুমকি প্রদান করছে। সংবাদ সম্মেলনে তারা বলেন,আমরা অপরাধ কর্মকান্ডের মাস্টার মাইন্ড ও সন্ত্রাসীদের গডফাদার জিয়াউর রহমান জিয়াসহ তার অপরাধি চক্রের সকল সদস্যদের দ্রুত গ্রেফতার ও কঠোর শাস্তি চাই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা যথাক্রমে মো: মোকসেদ আলী,মো: নুরুল আমিন, আব্দুস সামাদ, মো: ফরহাদ আলী, আজগর আলী, ওসমান গনি, ইয়ার মোহাম্মদ প্রমুখ।